বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ৭ টাকা বাড়িয়ে ১৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ সিদ্ধান্ত নিয়েছে মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।
নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, বর্তমানে লুজ সয়াবিল তেল লিটারপ্রতি ১৭৫ টাকা, বোতলজাত সয়াবিন তেল লিটারপ্রতি ১৯২ টাকা ও ৫ লিটার ৯৪৫ টাকা এবং লুজ পাম তেল লিটারপ্রতি ১৪৫ টাকায় বিক্রি হবে।
Drop your comments: