জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধি: গ্রেটার সিলেট জালালাবাদ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাংবিধানিক বিভিন্ন স্থায়ী ও চলমান কার্যক্রম বাস্তবায়ন এবং বৃহত্তর সিলেটের বন্যাদুর্গত এলাকার সাহায্যার্থে বাংলাদেশ কমিউনিটির অনুদান বিতরণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ও এক সাধারণ সভা গত ১৭ ই আগস্ট রাতে মাদ্রিদের বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের হলে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি আব্দুল মুজাক্কির এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম আলম ও যুগ্ন সম্পাদক সিপার আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্টিত এ সাধারণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আমিনুর রশিদ রাজু, গ্রেটার সিলেটের সাবেক সভাপতি লুৎফুর রহমান, বিশিষ্ট মুরব্বি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, সাবেক নির্বাচন কমিশনার এইচ এম দবির তালুকদার, সদস্য সচিব সাংবাদিক বকুল খান, সহ-সভাপতি এমদাদুল হক ,মনির হোসেন, বাংলাদেশএসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল,সিনিয়র সদস্য রমিজ উদ্দিন, সাইদ মিয়া, হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্বাস উদ্দিন, সিলেট জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি তামিন চৌধুরী, সাধারণ সম্পাদক ছানুর মিয়া ছাদ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আসাদ আলী, সাংবাদিক সাইফুল আমিন, রুবেল শেখ,অর্থ সম্পাদক আব্দুল হামিদ, ক্রিড়া সম্পাদক সায়েখ মিয়া, খিজির মিয়া, হারুন মিয়া সহ অনেকে, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জকিগঞ্জ অয়েলফেয়ার এসোসিয়েশন স্পেনের সভাপতি আহমেদ আসাদুর রহমান ছাদ, দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহ সভাপতি লালশাহ মিয়া, জব্বার তালুকদার, ইউছুফ আলী,সুরমান আলী আসাদ উদ্দিন সহ গ্রেটার সিলেটের স্পেন প্রবাসী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
ধর্ম সম্পাদক মুজিবুর রহমান খানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া সভায় সর্ব সম্মতিক্রমে বিভিন্ন চলমান কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এ সময় বক্তারা সংগঠনকে গতিশীল এবং গ্রহনযোগ্য সকল কার্যক্রম অব্যাহত রাখতে নিজনিজ দায়িত্ব যথাযথ ভাবে পালনের অংগীকার ব্যক্ত করেন, তারা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে সামাজিক শৃংখলা বজায় এবং সম্পৃতি বৃদ্ধি তে দৃড় প্রতিজ্ঞ বলে জানান।