তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে মোটারসাইকেল আটকিয়ে সাংবাদিক আব্দুল বাছিত খাঁনকে পূর্ব পরিকল্পিতভাবে ধারোলে অস্ত্র দিয়ে ফিল্মি স্টাইলে দিনে দুপুরে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রাণে হত্যার চেষ্টা‘র প্রতিবাদে এবং অবিলম্বে সন্ত্রাসীদের এ ঘটনায় হামলার মূল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর উদ্যাগে চৌমোহনা চত্বরে সর্বস্থরের সাংবাদিকসহ নানা পেশার মানুষের অংশ গ্রহনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ আগষ্ট) দুপুরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর আহবায়ক সিতার আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব মশাহিদ আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চ্যানেল এস এর হেড অফ নিউজ, বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব খালেদ চৌধুরী, মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক এড.মাহবুবুল আলম শামীম, দৈনিক দেশ বাংলা পত্রিকার সিনিয়র রির্পোটার ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির, শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির প্রতিষ্টাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সহ-সভাপতি এ.কে.এম আকলু, কমলগঞ্জ প্রেসক্লাব এর সাবেক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, জেলা সাংবাদিক কল্যাণ সংগঠন এর সভাপতি এড.স্বপন কুমার দেব, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রাজুল আলী, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রব, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুসেফ আলী চৌধুরী, সাংবাদিক অঞ্জন প্রসাদ রায় চৌধুরী (দৈনিক বঙ্গবানী), চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি), মোঃ জবর আলী রানা, অগ্রগামী মানব কল্যাণ সংগঠনের সভাপতি আব্দুল মাহিদ চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম, জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক আলিম-আল মুনিম, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, বাবলু আচার্য্য। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান, মানবাধিকারকর্মী ফাতেমা পপি চৌধুরী, আক্তার হোসেন সাগর (এনটিভি/ রাজনগর বার্তা), আব্দুল মুকিত (জনতার দলিল), এনআর মিডিয়া সম্পাদক ও প্রকাশক নাছরিন প্রিয়া, শাহ ফজলুর রহমান (দৈনিক আলোকিত সকাল), মোঃ রিপন আহমদ (দৈনিক দেশসেবা), রাশেদ আহমদ (সাপ্তাহিক ইশারা), জাহেদুল ইসলাম পাপ্পু (আমার কুলাউড়া), মোঃ কিবরিয়া আহমেদ (বাংলা টাইমস এন্ড টিউন), মোঃ ইমরাণ হোসেন (সংবাদ প্রতিদিন), গোবিন্দ মল্লিক (বায়ান্ন টিভি), সাংবাদিক এমদাদ সুমন, সাংবাদিক শাহবুদ্দিন, মনজুরুল হক, মেধাবী ছাত্র রাহাত আহমদ সিফন প্রমুখ। সভায় বক্তারা বলেন, সাংবাদিক আব্দুল বাছিত খানকে পূর্ব পরিকল্পিত ভাবে একটি মহল পেশাদার খুনি ভাড়া করে প্রকাশে দিবালোকে কমলগঞ্জ-মুন্সীবাজার সড়কে উবাহাটা এলাকায় মোটরসাইকেলের গতিরোধ করে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। অবিলম্বে মুল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
উল্লেখ্য; গত ১৩ আগষ্ট কমলগঞ্জ উপজেলার উবাহাটা নামক স্থানে সন্ত্রাসীরা সাংবাদিক আব্দুল বাছিত খাঁনকে সন্ত্রাসীরা প্রাণে হত্যার উদ্যাশ্যে কুপিয়ে রক্তাক্ত করে। ডান হাত দেহ থেকে প্রায় বিচ্ছিন্ন। কাঁদে ও পায়ে, তলপেটে গুরুতর জখমপ্রাপ্ত হন। বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মুমৃর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।