জ্বালানি সাশ্রয়ে এবার শিল্প কারখানায় এলাকাভিত্তিক ছুটি ঘোষণা করেছে সরকার। এখন থেকে শিল্পাঞ্চলগুলোর একেক এলাকায় একেক দিন সাপ্তাহিক ছুটি থাকবে। এখান থেকে সাশ্রয় হওয়া ৫শ মেগাওয়াট বিদ্যুতে সারাদেশে লোডশেডিং এর চাপ কমবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানিয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ে গত ১৯ জুলাই থেকে সারা দেশে এলাকাভিত্তিক লোডশেডিং করছে সরকার। অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব এড়াতে প্রাধান্য দেয়া হয় শিল্পকারখানায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়টি। তবে বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ ব্যবস্থা নেয়া হচ্ছে শিল্প এলাকাতেও।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী সারা দেশকে সাতটি জোনে ভাগ করা হয়েছে। সপ্তাহের সাত দিনই ছুটি থাকবে কোনো না কোনো জোনে। এতে দিনে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা যাবে। একইসঙ্গে শিল্প-কারখানায় নির্বিঘ্নে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হবে।
সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন শিল্প-মালিকরাও। বর্তমানে শিল্পাঞ্চলে শুক্রবার সাপ্তাহিক ছুটি কার্যকর রয়েছে।