শাহ সুমন, বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে কুখ্যাত ইয়াবা ডিলারের স্ত্রীকে গত (৩ আগষ্ট) দিবাগত রাতে ৪৯৬ পিছ ইয়াবাসহ সাজিরুন খাতুনকে গ্রেপ্তার করা হয়। স্বামী সালেক পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। ৫ দিন পর স্বামী সালেককে ২৬৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
গত ( ৮ আগস্ট) বিকাল ৩ ঘটিকার সময় অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, এর দিকনির্দেশনায় ও থানার কর্মরত এসআই অমিতাভ দাস তালুকদার, এসআই বাবুল মিয়া, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহা সংগীয় ফোর্সের সহায়তায় নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ইয়াবা কারবারি ছালেক কে ২৬৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।