সংযুক্ত আরব আমিরাতের শারজাহ কালবা, ফুজাইরায় জুলাই মাসের শেষ সপ্তাহের আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৫ পরিবারকে পুনর্বাসনের জন্য ৫০ হাজার দিরহাম (প্রায় ১৫ লাখা টাকা) দেওয়ার ঘোষণা দিয়েছেন শারজার শাসক ডক্টর শেখ সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি।
আজ স্থানীয় ইংরেজি দৈনিক খালিজ টাইমসের সংবাদে বলা হয়েছে, শারজার শাসকের নির্দেশ অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০ হাজার দিরহাম করে বিতরণ করা হবে।
খবরে আরও বলা হয়েছে বন্যা চলাকালীন সময়ে ৮৭০ জনকে উদ্ধার করা হয়। এরমধ্যে ১৫০ জনকে আশ্রয় কেন্দ্র হিসেবে বিভিন্ন হোটেলে স্থানান্তর করা হয়েছে৷
এদিকে সংযুক্ত আরব আমিরাতের আকষ্মিক এই বন্যায় একজন বাংলাদেশিসহ ৭ জন মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে। নিহত বাংলাদেশি পরিবার বা বন্যায় ক্ষতিগ্রস্ত অন্যান্য বাংলাদেশির আর্থিক সহযোগীতার তালিকায় নাম আছে কি না তা জানা যায়নি৷