তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ সোমবার (৮ আগস্ট) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার, উছলাপাড়াসহ বিভিন্ন জায়গায় ফিলিং ষ্টেশনে অভিযান পরিচালিত হয়। ফিলিং ষ্টেশনগুলো প্রতিশ্রুতি অনুযায়ী তেল না দেওয়া, ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করে তেল কম দেয়, এই ধরণের অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক আজকের অভিযান পরিচালিত হয়।
উক্ত তদারকি অভিযানে ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করা, প্রতিশ্রুতি অনুসারে তেল বিক্রয় না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে উপজেলার উছলাপাড়াতে অবস্থিত মেসার্স হাজী মো: ফরমুজ আলী ফিলিং ষ্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ফিলিং ষ্টেশনগুলোকে প্রতিশ্রুতি অনুযায়ী এবং সঠিক পরিমাপে পেট্রোল, অকটেন, ডিজেল বিক্রয় করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ভোক্তা অধিদপ্তর কর্তৃক অভিযানে ১ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। এ অভিযান চলমান থাকবে বলেও জানান সহকারী পরিচালক আল আমিন।