প্রায় ১৭ ঘণ্টার সফর শেষে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই রোববার ঢাকা ত্যাগ করেছেন। বেলা পৌনে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
এর আগে সকালে রাজধানীর একটি হোটেলে বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকের পর দুপক্ষের মধ্যে চারটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।
এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
শনিবার বিকালে বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় আসেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। পরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী।