জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ স্পেনের রাজধানী মাদ্রিদে ইনডিপেনডেন্ট টিভির দর্শক ফোরামের আয়োজনে ও বাংলাদেশ প্রেস ক্লাব স্পেনের ব্যবস্থাপনায় (০৪ আগস্ট ২২ ) বৃহস্পতিবার রাতে মাদ্রিদের একটি রেস্তরায় ইনডিপেনডেন্ট টিভির এগার তম বর্ষপূর্তি উপলক্ষ্যে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইন্ডিপেন্ডেন্ট টিভির স্পেন প্রতিনিধি মনিরুজ্জামান টিটুর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেস ক্লাব স্পেনের যুগ্ন সম্পাদক দবির তালুকদারের সঞ্চালনায়, বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, কমিউনিটি ব্যাক্তিত্ব দুলাল সাফা, কামরুজ্জামান সুন্দর, আব্দুল মুজাক্কির এক্রামুজ্জ্মান কিরণ, আব্দুর রাজ্জাক, এ কে এম জহিরুল ইসলাম, বকুল খান, সাইফুল ইসলাম, জিয়াউল হক জুমন, সাইফুর রহমান’সহ বাংলাদেশী ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ।পরে অতিথিদের সন্মানে নৈশ ভোজের আয়োজন করা হয়।