নিজস্ব প্রতিনিধিঃ- বরুড়ায় স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান কতৃক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর আপত্তি পত্র জমা দেওয়া হয়েছে।
গত ১লা আগষ্ট কুমিল্লা জেলা প্রশাসক বরাবর গনসাক্ষর সম্ভলিত লিখিত আবেদনে বীর মুক্তিযোদ্ধা গনের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আবদুর রব বলেন, আগামী ছয়ই আগষ্ট বরুড়া উপজেলা মুক্তি যোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্ভোধন করার জন্য বরুড়া উপজেলা প্রশাসন কুমিল্লা ০৮(বরুড়া)’র সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুলকে মনোনীত করায় বীর মুক্তিযোদ্ধা গন বিব্রত। এই সিদ্ধান্ত বীর মুক্তিযোদ্ধা গন কোন ভাবেই মেনে নিবে না। প্রসঙ্গত সাংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুল’র পিতা ও তার পরিবারের অন্যান্যে সদস্য গন মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়ে ছিলেন। উনার চাচা সাবেক (C S P) অফিসার সামছুল আলমের নাগরিকত্ব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বাতিল করেন। লিখিত আবেদনে আবদুর রব ভুঁইয়া আরো বলেন বরুড়ায় স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান এম পি কতৃক ” মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন” উদ্ভোধন করা হলে আমরা মুক্তি যোদ্ধা এবং মুক্তি যোদ্ধা পরিবারের প্রতি অসম্মান করা হবে। আমাদের জীবন দিয়ে হলেও তা আমরা প্রতিহত করব।