ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহতের প্রতিবাদে ডাকা হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। হরতাল উপলক্ষে ভোলায় র্যার ও পুলিশের টহল ও সাইরেনের শব্দে আতংকিত হয়ে পড়েছে সাধারণ মানুষ।
আজ সকাল ১০টা পর্যন্ত ভোলা সদর রোডসহ আশপাশের সড়কগুলোতে কোন প্রকার যানবাহন চলতে দেখা যায়ানি। ভোলার মার্কেটসহ বিপনিবিতানগুলোও বন্ধ রয়েছে। তবে অতীতের হরতালে আওতামুক্ত থাকা প্রতিষ্ঠানগুলোও আজ খুলতে দেখা যায়নি। সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। তবে গ্রুপে গ্রুপে ভাগ হয়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অংগসংগঠনের নেতাকর্মীদের মিছিল করতে দেখা গেছে। হঠাৎ করে ডাকা এই হরতালে বিপাকে পড়তে হয়েছে ঢাকাসহ ভোলার বাহির থেকে আসা যাত্রীদের। তারা আন্তঃজেলা বাস চলাচলের জন্য অপেক্ষা করছেন বাসস্ট্যান্ডে। আজ নয়াপল্টনের জানাজা শেষে নুরে আলমের লাশ নিয়ে ভোলার উদ্দেশে রওনা দিবে নেতাকর্মীরা।