কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার ১১টি থানায় পুলিশ সুপার মোহাস্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র নির্দেশনায় শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম।
মঙ্গলবার(২ জুন) দুপুরে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে জেলার উলিপুর উপজেলার পৌরসভাসহ প্রতিটি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত এসআই ও এএসআই’দের মোবাইল নম্বর বহুলভাবে প্রচারের জন্য লিফলেট বিতরণ ও ব্যনার লাগানো হয়েছে।
পুলিশ সুপার মোহাস্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, ছোটখাট বিবাদ থেকে যাতে ভবিষ্যতে বড় কিছু না হয়।সে ব্যাপারে প্রতিটি থানায় বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে।ইউনিয়নের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট এসআই ও এএসআইদের মোবাইল নম্বর ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।যাতে যেকোন ঘটনার খবর এবং পুলিশী সহায়তা জনগণ দ্রুত পায়।বিট পুলিশিং কার্যক্রম ইউনিয়ন ভিত্তিক জোড়দার করতে মনিটরিংয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।এছাড়াও যেকোন প্রয়োজনে ৯৯৯এ ফোন করার আহবান জানান তিনি।