রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মংলা সমুদ্র বন্দরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে এসেছে পণ্যবাহী একটি রুশ জাহাজ।
আজ সোমবার বিকেল ৪টার দিকে মংলা বন্দরের ৬ নম্বর জেটিতে থামে রুশ জাহাজ এমভি কামিলা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম রুশ জাহাজ মংলা সমুদ্র বন্দরে নোঙ্গর করল।
বন্দর সূত্র জানায়, জাহাজটি গত ২৮ জুন রাশিয়ার তমরুক বন্দর থেকে ছেড়ে আসে। এমভি কামিলাতে ১৩ জন নাবিক আছেন।
জাহাজটিতে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৩ হাজার ৩২৮ মেট্রিক টন মেশিনারিজ।
এসব পণ্য খালাসের শ্রমিক ঠিকাদারি নিয়েছেন নুরু অ্যান্ড সন্স। প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী এইচ এম দুলাল দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা সন্ধ্যা থেকে পণ্য খালাস করা শুরু করেছি। পরে যত দ্রুত সম্ভব সেগুলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পাঠানো হবে।’
মংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা ডেইলি স্টারকে বলেন, ‘দেশের সব বড় প্রকল্পের মেশিনারিজ বিদেশ থেকে আমদানি করা হয়। তাই এসব পণ্য মংলা বন্দরে এসেছে। তবে, ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার জাহাজ আসা কিছু দিনের জন্য বন্ধ ছিল।’
তবে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ভালো উল্লেখ করে তিনি জানান, এখন থেকে রাশিয়ার জাহাজে নিয়মিত পণ্য আসবে।