প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যৌথভাবে ১৩২০ মেগাওয়াটের মৈত্রী সুপার তাপবিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন।
আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে তিনদিনের ভারত সফরের কথা রয়েছে শেখ হাসিনার। ওই সময় এ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফর হতে পারে ২ থেকে ৩ দিনের। ভারতের সবেচেয়ে ঘনিষ্ঠ মিত্র বাংলাদেশ। ফলে তার সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে মোদি সরকার।
Drop your comments: