
আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮ টারদিকে কামারখন্দ উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন হোসেন বাবুর সভাপতিত্বে কামারখন্দ উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কামারখন্দ উপজেলা শাখা এই কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান, সাম্পা রহমান, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃসাইফুল ইসলাম বাবু, জামতৈল, ভদ্রঘাট, রায়দৌলুতপুর ও ঝাঐল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।