হিজরি নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে ছুটির ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত। আগামী ৩০ জুলাই সব সবরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সরকারি ছুটি থাকবে বলে জানিয়েছে দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রণালয়।
এক টুইট বার্তায় আমিরাতের মানব সম্পদ এবং এমিরিটাইজেশন মন্ত্রণালয় হিজরি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে উল্লেখ করে, ১৪৪৪ হিজরি নববর্ষ উপলক্ষে আগামী ৩০ জুলাই শনিবার বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের পুরো বেতনে ছুটি থাকবে।
ইসলামী বর্ষপঞ্জি হিজরি সনের প্রথম চান্দ্রমাস হলো মুহাররম। এ মাসের মাধ্যমে হিজরি বর্ষ শুরু হয়। ইসলামের ইতিহাসের বর্ণনা মতে, এ দিনে মহানবী মুহাম্মদ (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। পরবর্তীতে হিজরতের এ দিনের ঘটনাকে কেন্দ্র করে হিজরি সাল শুরু হয়।
Drop your comments: