এশিয়া কাপের আয়োজক হতে অপারগতা প্রকাশ করেছে শ্রীলঙ্কা। বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নামটি চূড়ান্ত নয় যদিও। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী নিশ্চয়তা দিচ্ছেন, এশিয়া কাপ হতে যাচ্ছে মরুর দেশটিতেই।
গাঙ্গুলী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। কারণ এটা এমন একটা জায়গা যেখানে বৃষ্টি হবে না।’
এশিয়ান ক্রিকেট কাউন্সিল এখনও আনুষ্ঠানিক ঘোষণা যদিও দেয়নি। তবে এভাবে করোনার সময়েও এশিয়া কাপ হওয়া নিয়ে আগাম খবর সৌরভ গাঙ্গুলীর কাছ থেকেই মিলেছিল।
টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ শুরু হওয়ার কথা ২৭ আগস্ট। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
এর আগে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) পরিষ্কার করে নিজেদের অবস্থান। তারা সাফ জানিয়ে দেয়, দেশটিতে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে তারা এশিয়া কাপ আয়োজনে অপারগ। এরই মধ্যে এসএলসি এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) বিষয়টি জানিয়ে দিয়েছে। এসএলসি এশিয়ার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছে, দেশটির চলমান পরিস্থিতিতে এশিয়া কাপের মতো একটা টুর্নামেন্ট আয়োজনের মতো অবস্থা তাদের নেই।