ফরাসি নাগরিক অ্যান্থনি লোফ্রোদো (৩৪) ট্যাটু দিয়ে নিজের শরীরে আমূল পরিবর্তন ঘটিয়েছেন। নিজেকে তিনি ‘ব্ল্যাক এলিয়েন’ হিসেবে পরিচয় দিতেই পছন্দ করেন। কিন্তু বিপত্তি ঘটেছে অন্য জায়গায়। এই পরিবর্তিত রূপের কারণে কেউ তাকে চাকরি দিচ্ছেন না বলে অভিযোগ করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, ট্যাটুর পাশাপাশি ছুরি-কাঁচির সহায়তায় শরীরের মারাত্মক পরিবর্তন ঘটিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে জিহ্বা দ্বিখণ্ডিত করার পাশাপাশি মাথা থেকে পা পর্যন্ত ট্যাটুতে ঢেকে ফেলা।
অ্যান্থনি ‘দ্য ব্ল্যাক এলিয়েন প্রোজেক্ট’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিয়মিত তার কিম্ভূতদর্শন পরিবর্তনের বিষয়ে পোস্ট করে থাকেন। সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে অ্যান্থনি জানান, তার এই পরিবর্তিত রূপের কারণে মানুষ তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করে।
অ্যান্থনি বলেন, আমি কাজ পাই না। আরও অনেক সমস্যা আছে। আমার এই ভালোলাগাকে মানুষ ইতিবাচকভাবে নিতে পারত। কিন্তু বোঝা উচিত ছিল, এর আরও অনেক বিপরীত দিক আছে।