![InShot_20220719_144722615](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/07/InShot_20220719_144722615-scaled.jpg)
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে কবিতা কলিতা (৫৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, পশ্চিম জুড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সাবেক ভিজিটর (অবঃ) কবিতা কলিতা হরিরামপুর গ্রামে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে ছোট ভাই পার্থ কলিতার বাড়ীতে বাস করতেন। ঘটনার সময় তিনি একটি মেশিনে কাজ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
কবিতা মৌলভীবাজারের রাজনগর উপজেলার বাসিন্দা কবিতা চাকরীর সুবাধে দীর্ঘদিন থেকে জুড়ীতে বসবাস করছেন। তার স্বামী অনেক আগেই মারা যান। এক ছেলে প্রবাসে থাকে। আরেক ছেলে কৃষি বিভাগে কর্মরত রয়েছেন।
গর্ভবতী মায়েদের প্রসব সহযোগী হিসেবে তিনি এলাকায় সুনামের সাথে খ্যাতি অর্জন করেন।