
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা তহবিল থেকে হতদরিদ্র ও অসুস্থ মানুষের মাঝে চেক প্রদান বিতরণ করা হয়েছে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ও আ্ওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনিবার্হী কমিটির সদস্য আ্যাড. আমিরুল আলম মিলন ওই চেক বিতরন করেন।
এমপির নিজস্ব কার্যালয়ে চেক বিতরণকালে এমপি মিলন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ উন্নয়ন এখন দৃশ্যমান। দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্না সেতু একটি মাইলফলকএখনকার মানুষ ইতোমধ্যে পদ্মা সেতুর সুফল ভোগ করতে শুরু করছে। জীবন যাত্রার মান প্রভূত উন্নয়ন হয়েছে ।
প্রধানমন্ত্রীর জন্য সবাই দোয়া করবেন যাতে তিনি দেশের উন্নয়ন জন্য নিরলস কাজ করে যেতে পারেন।চেক বিতরণ কালে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোরেলগঞ্জ উপজেলার ১২ জন ও শরণখোলা উপজেলার ৩ সহ ১৫ জন হতদরিদ্র ও অসুস্থকে প্রধানমন্ত্রীর ওই চেক হস্তান্তর করেন।