সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন—মো. রফিকুল ইসলাম (৫২) ও শিরিনা আক্তার (৬০)।
এ নিয়ে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ১৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ৫ জন নারী ও ১০ জন পুরুষ।
রফিকুল গত ৩ জুলাই ও শিরিনা গত ৭ জুলাই মারা গেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে।
পোর্টালের তথ্য অনুযায়ী, নওগাঁর সাপাহার উপজেলার বাসিন্দা মোতালিবের পাসপোর্ট নম্বর ইএফ ০৪২০০৪০ ও হজ আইডি ০১৪২০৭০। ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসিন্দা শিরিনার পাসপোর্ট নম্বর ইএফ ০৮৫২৮৩৯ ও হজ আইডি নম্বর ০৫১২০০৬।
Drop your comments: