![InShot_20220709_161108850](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/07/InShot_20220709_161108850-scaled.jpg)
চরম অর্থনৈতিক সঙ্কট পার করছে দ্বীপদেশ শ্রীলঙ্কা। এরইমধ্যে আন্দোলনের মুখে নিজের বাড়ি ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। পরে রাষ্ট্রপতির বাসভবনে ঢুকে পুলে সাতার কেটেছে বিক্ষোভকারীরা। শনিবার (৯ জুলাই) এমন প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সুইমিংপুলের চারপাশে পতাকা হাতে জড়ো হয়েছেন হাজার হাজার উত্তেজিত আন্দোলনকারী। এ সময় একদলকে রান্নাঘরে রান্নাও করতে দেখা গেছে। আরেকদল বড় একটি টেবিলের চারপাশে অবস্থান নিয়েছে।
প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে পরিস্থিতির সমাধানের জন্য দলের নেতাদের একটি জরুরি বৈঠক ডেকেছেন। সংসদ ডাকার জন্য তিনি স্পিকারকেও অনুরোধ করেছেন।
দেউলিয়া সমস্যা ও মুদ্রাস্ফীতির পাশাপাশি খাদ্য ও জ্বালানি সংকটের সাথে লড়াই করছে শ্রীলঙ্কা। কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতে বৈদেশিক রিজার্ভ ফুরিয়ে গেছে এই দ্বীপদেশটির। বর্তমানে প্রেসিডেন্ট রাজাপাকসের পদত্যাগের দাবিতে দেশটিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে।