বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের-বানিয়াচং উপজেলার শুঁটকি ব্রিজ সড়ক এলাকায় (ডিআই) ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত হন।
বৃহস্পতিবার (৭জুলাই) দুইটার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি বানিয়াচং উপজেলার ৩ নম্বর ইউনিয়নের জাতুকর্ণপাড়ার উত্তর হাটি গ্রামের সমেদ আলীর ছেলে মানিক মিয়া (৪৫) ।
স্থানীয় সূত্রে জানা যায় মানিক মিয়া মোটর সাইকেল যোগে বানিয়াচং থেকে জরুরী কাজে যাওয়ার সময় শুঁটকি এলাকায় গেলে (ডিআই) ট্রাকে ধাক্কা মারলে মানিক মিয়া মটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এসময় তার মাথা ফেটে মগজ বের হয়ে পড়ে। তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপরই ঘাতক চালক (ডিআই) ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেনের সঙ্গে যোগাযোগ করলে। তিনি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাটানো হয়েছে।