বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ১ কেজি গাঁজা ও ১৮ পিচ ইয়াবাসহ সিরাজ শেখ ওরফে সেলিম (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে মোরেলগঞ্জ থানা পুলিশ। রবিবার রাত ১০ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজ শেখ মোরেলগঞ্জ কুঠিবাড়ি এলাকার বাসিন্দা।এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোরেলগঞ্জ থানা পুলিশ পরিদর্শক শাহজাহান আহমেদের (তদন্ত) নেতৃত্বে এস আই মোশাররফ , এস আই বিকাশ দত্ত সহ একটি দল উপজেলার সেরেস্তাদারবাড়ি এলাকায় রবিবার রাত ১০ টির দিকে অভিযানে চালিয়ে ওই যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশিতে তার কাছ থেকে ১ কেজি গাঁজা ও ১৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয় ।
এসময় এ কাজে ব্যবহৃত তার কাছ থেকে একটি ১০০ সি সি প্লাটিনা মোটরসাইকেল ও আটক করা হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামী সিরাজ শেখ ওরফে সেলিমকে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে