
আজিজুর রহমান দুলালঃ “ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই পতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুন) সকাল ১১টায় আলফাডাঙ্গা সরকারি পাইলট হাই স্কুলের মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ছেলেদের মধ্যে বেলবানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ০২ গোলে কঠুরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং মেয়েদের পর্যায়ে আলফাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ০১ গোলে পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছে আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শিক্ষার্থী ফাতেমা খাতুন।
বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হয়েছে বেলবায়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মো. আব্দুল্লাহ্।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, আলফাডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রোকসানা পারভীন, প্রধান শিক্ষক জেসমিন আরা সুলতানা প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রীতিকণা বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও মো. মোমিন উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শমসের উদ্দীন টিটো ও খেলা পরিচালনা করেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মো. আসলাম হোসেন।
খেলা শেষে একই মাঠে সমাপনী অনুষ্ঠানে
বিজয়ী দল, রানার্স আপ ও শ্রেষ্ঠ খেলোয়ারদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিগণ। এসময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।