
পদ্মা সেতু উদ্বোধনের পর নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকেই হেঁটে সেতু পার হয়েছেন। আবার কেউ কেউ সেতুর ওপর দাঁড়িয়ে সেলফিও তুলেছেন। শনিবার (২৫ জুন) দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এমন দৃশ্য দেখা যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু উদ্বোধনের পরপরই বেষ্টনী টপকে সেতুতে উঠে যায় উৎসুক জনতা। এ সময় মানুষদের দলে দলে হেঁটে সেতুতে ঘুরে বেড়াতে দেখা গেছে। কেউ আবার স্মৃতি হিসেবে নিজেকে ক্যামেরাবন্দি করছেন।
এর আগে সেতু কর্তৃপক্ষ এক নির্দেশানায় বলেছিল, সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটা যাবে না। তিন চাকা বিশিষ্ট যানবাহন, পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না এবং সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।
Drop your comments: