চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ২২ জুন পর্যন্ত ফরম পূরণের নির্ধারিত সময় বাড়িয়ে করা হয়েছে ৬ জুলাই পর্যন্ত। ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে ৭ জুলাই পর্যন্ত। গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় আগামী ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধের সময় ৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।
নির্ধারিত এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।
Drop your comments: