দুবাই এক্সপো ২০২০ প্রাঙ্গণকে ‘দুবাই এক্সপো সিটি’ করার পরিকল্পনার কথা জানালেন আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুম।
আজ সোমবার (২০ জুন) এক টুইট বার্তায় তিনি এ পরিকল্পনার কথা জানান। তিনি বলেছেন দুবাই এক্সপোর জাদু অব্যাহত থাকবে৷ এক্সপো সিটিতে নতুন আবাসস্থল, জ্ঞান বিজ্ঞানের প্রাণ কেন্দ্র, জাদুঘর, আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্র, বৈশ্বিক অর্থনীতির কেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্রসহ বিভিন্ন প্যাভিলিয়ন থাকবে এই সিটিতে৷
পরিকল্পনা খুবই দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করার কথাও জানান তিনি৷ শিগগিরই নতুনরূপে এক্সপো প্রাঙ্গণকে দেখা যাবে দুবাই এক্সপো ২০২০ প্রাঙ্গণকে।
১৯০টি দেশের অংশগ্রহণে ২০২১ সালের পহেলা অক্টোবর শুরু হয় আন্তর্জাতিক প্রদর্শনী ‘দুবাই এক্সপো-২০২০’। বিশ্বের বিভিন্ন দেশের ২৪ মিলিয়ন মানুষ দেখতে আসেন এক্সপো৷ ২০২২ সালে ৩১ মার্চ আন্তর্জাতিক এ প্রদর্শনীর সমাপ্তি ঘটে।