তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়নে ফানাই নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে।
শুক্রবার (১৭ জুন) বিকেলে কর্মধার মহিষমারা গ্রামে নদীর তীর ঘেঁষা সড়কটি প্রায় ১৫-২০ ফুট ভেঙে যায়।
ফলে বাবনিয়া, মহিষমারা, কর্মধা, বেরী, হাসিমপুর, ভাতাইয়াসহ নানা গ্রামের কয়েক সহস্রাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পাহাড়ি ঢলের ফলে ব্যাপক ফসলাদি ক্ষতিগ্রস্ত হয়েছে কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ জানান, বিকেল ৪টার দিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহিষমারা গ্রামের ফানাই নদীর বাঁধ ভেঙে যায়। বাঁধের এ রাস্তাটাই ছিল গ্রামের মানুষ চলাচলের একমাত্র রাস্তা। বর্তমানে ছয়টি গ্রামের মানুষেরা আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানান তিনি।
Drop your comments: