বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুন) দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
আলোচক ছিলেন বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) হাফিজ আল আসাদ। তারা ভার্চুয়ালি এ কর্মশালায় আলোচনা করেন।দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, থানা অফিসার ইমচার্জ মো. সাইদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. মোজাম্মেল হোক মোজাম.।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আফরোজা আক্তার লিনা,মহিলা ভাইস-চেয়ারম্যান ফাহিমা ছাবুল, উপজেলা যুবলীগ যুগ্ন আহবায়ক এড. তাজিনুর রহমান পলাশসহ উপজেলার বিভিন্ন দফতরের অফিসার, স্থানীয় জনপ্রতিনিধি, মেডিকেল অফিসার, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ইমাম, ব্যাংক প্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি, পৌর কাউন্সিলর,ইউপি চোয়ারম্যান ইউপি সদস্য, শিক্ষক প্রতিনিধি, ব্যাবসায়ী, স্কাউট প্রতিনিধিরা ।বক্তারা নারীর ক্ষমতায়ন, আশ্রায়ন, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজটাল
বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার এ ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ বিষয়ের উপর গুরুত্বারোপ করেন ও মতামত প্রদান করেন।