
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১জুন) দুপুর ১ টার দিকে ঢাকা থেকে সিলেটগামী ট্রেনটি কমলগঞ্জের শমসেরনগর বিমানবন্দরের পাশে পৌঁছালে ট্রেনের এসি বগিতে আগুণ লেগে যায়।
আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে থাকা এক যাত্রী থেকে জানা যায়, ট্রেনটির এসি বগিতে বসা আমি হঠাৎ করে বগিতে ধোঁয়া ছড়িয়ে পরে চারদিকে। আমরা ট্রেনের যাত্রীরা সামনে এগিয়ে দেখতে পাই ট্রেনটিতে আগুণ ধরে গেছে,পরে আমরা ট্রেনের দায়িত্বরত গার্ডকে জানালে তিনি ট্রেনটি থামানোর উদ্যোগ নেন। এখন পর্যন্ত ট্রেনটির তিনটি বগি আগুনে পুড়ে গেছে, অন্যান্য বগি অক্ষত যে বগিগুলোকে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে,সেসব বগিগুলো থেকে আলাদা করে ফেলা হয়েছে।
প্রাথমিকভাবে ট্রেনের দায়িত্বরতরা ধারণা করছেন ট্রেনটির এসির কোন ত্রুটি বিচ্যুতি থেকেই আগুণের সূত্রপাত। তবে রেলের একটি সূত্র থেকে জানিয়েছে, ট্রেনটির পাওয়ার কার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়ার পর শমসেরনগর গিয়ে পারাবত এক্সপ্রেসে আগুণ লেগেছে বলে আমরা খবর পেয়েছি। ঢাকা-সিলেট রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে।
শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ার সূত্রের বরাতে জানা যায়, ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার জন্য রওয়ানা দিয়েছে। ঘটনা স্থল যাওয়া পর্যন্ত রিপোর্ট লেখা..