![InShot_20220609_133906603](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/06/InShot_20220609_133906603-scaled.jpg)
বাগেরহাট প্রতিনিধিঃ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা)। বৃহস্পতিবার (৯ জুন) জোনাল কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম মামুনুর রহমান পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮ জুন আনুমানিক ৮:৪০ মিঃ কোষ্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মল্লকিপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার জয়াখালি গ্রামের মোঃ রফিকুল ইসলাম গাজীর ছেলে মোঃ ফরিদুল ইসলাম মহিদুল (১৯)।
জব্দকৃত গাঁজা ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
Drop your comments: