পদ্মাসেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদ। বুধবার (৮ জুন) সংসদ অধিবেশনে এই প্রস্তাব আনেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী।
সংসদের সাধারণ বিধি ১৪৭ অনুযায়ী আলোচনার সিদ্ধান্ত হয়। প্রস্তাবের অনুমোদন দেন স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নানা প্রতিকূলতা কাটিয়ে দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মাসেতু আজ বাস্তবতা। দেশের দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার তিন কোটি মানুষের জীবন মান উন্নয়নে তৈরি হয়েছে পদ্মাসেতু। আসছে ২৫ জুন এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
আলোচনায় পদ্মাসেতুর পথ চলায় আসা নানা প্রতিকূলতার কথা তুলে ধরেন সংসদ সদস্যরা।
চিফ হুইপ নূরে আলম চৌধুরী বলেন, শেখ হাসিনার সাহসী নেতৃত্বে অর্থনৈতিক এবং সামাজিক খাতে বাংলাদেশে যে অগ্রগতি লাভ করেছে, তা বহিঃবিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তিনি (শেখ হাসিনা) তার পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় বাঙালি জাতিকে উপহার দিয়েছেন পদ্মা সেতু। এই উপহার শুধু একটি সেতু নয়। এ উপহার বাঙালি জাতিকে আত্মমর্যাদার উপহার।