আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নে ৫ টি গ্রুপে চলছে সরকারের হতদরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ।পাঙ্গাসী ইউনিয়নে ২ ও ৩ ওয়ার্ডের কর্মসৃজন প্রকল্পের ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
২০২১- ২০২২ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসূচীর ২য় পর্যায়ের প্রকল্পের ইউনিয়নের মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন পাকার মাথা হইতে বা
ব্রাহ্মনবাড়িয়া ছোলেমানের দোকান পর্যন্ত রাস্তা মেরামত ও কমিউনিটি ক্লিনিক এর প্যালা সাইটিং এর মাটি ভরাট কাজে তিন ইউপি সদস্যদের ৩০ জন শ্রমিক বরাদ্দ থাকলেও ১৬ তম দিনে কাজ করছেন মাত্র ১৯ জন শ্রমিক।
সোমবার ( ৬জুন) প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, নিজামগাতী কাঁচা রাস্তায় মাটির কাজ করছেন ১৯ জন শ্রমিক। এই কাজে কেউ আবার তালিকা কৃত শ্রমিকের বিপরীতে অন্যজন কাজ করছেন।
এ বিষয়ে ইউপি সদস্য মামুন ও জহুরুল বলেন,এখন কোন কর্মসৃজন কাজ সচ্ছল ভাবে হয় না । আমার ওয়ার্ডেও সচ্ছল ভাবে হচ্ছে না। ৩০জন লেভার বরাদ্দ থাকলেও ১০জন লেবার কাজ করছে বাকিগুলো ভিআইপি।
এ ব্যাপাটে কাজের তদারকির দায়িত্বপালনকারী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন,আমি আজকে কোন প্রকল্পের পরিদর্শনে যায়নি। তবে কোন প্রকল্পের সাইটে যদি শ্রমিক সংখ্যা কম থাকে তাহলে যতগুলো শ্রমিক প্রকল্পের কাজে উপস্থিত থাকবে শুধু মাত্র তাদেরি বিল দেওয়া হবে তাদের বাইরে কাউকে বিল দেওয়া হবে না।
এ বিষয়ে পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি সকল ইউপি সদস্য কে কড়া নির্দেশনা দিয়েছি। কর্মসৃজন প্রকল্পে বরাদ্দ কৃত শ্রমিক সংখ্যা যদি কম থাকে। না অনুপস্থিত থেকে যদি সুবিধা নিতে চায়। তাদেরকে কোন প্রকার বিল প্রদান করা হবে না।যত জন শ্রমিক কাজ করবে ঐ কয়েকজনই শ্রমিকে বিল দেওয়া হবে। এ বাইরে কোন সুযোগ নেই।