রিমন মেহেবুব রোহিত, কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফ নয়াপাড়া শালবন রোহিঙ্গা ক্যাম্পে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।
নিহত শিশুরা হলো- টেকনাফের নয়াপাড়া মৌচনি ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা কামাল সাদেক (৭) এবং একই ক্যাম্পের মো. ইয়াছার (৮)।
তারিকুল ইসলাম বলেন, ‘সোমবার সকালে শালবন ও নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় দুই শিশু। পরে একটি পুকুর থেকে তাদের উদ্ধার করে ক্যাম্পের স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এসময় সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।” এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
Drop your comments: