তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুন) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
আলোচনায় অংশ নেন ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, বিজিবি কুরমা সীমান্তের কোম্পানী কমান্ডার আবুল মালেক, মখাবিল সীমান্তের কমান্ডার মো. সাহাবুদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার গন্যমান্য, নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Drop your comments: