লিওনেল মেসির ধ্যান জ্ঞান জুড়ে এখন কেবলই আর্জেন্টিনা। একথা প্রায়শ্চই বলে থাকেন আর্জেন্টাইন সমর্থকরা। আর সে কথার যথার্থ প্রমাণ আর্জেন্টিনার জার্সি গায়ে চড়িয়ে দিয়ে চলেছেন লিওনেল মেসি। পিএসজির হয়ে যেখানে গোটা মৌসুমে মাত্র ৬টি গোল করেছিলেন মেসি সেখানে এক এস্তোনিয়ার বিপক্ষে প্রথমার্ধে হ্যাটট্রিকের পর ম্যাচ শেষে নামের পাছে ৫টি গোল। এতেই এস্তোনিয়াকে ৫-০ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৫ গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তার আগে কোপা আমেরিকায় হুয়ান আন্দ্রেস মারভেজ্জি ১৯৪১ সালে। আর হোসে ম্যানুয়েল মোরেনো ১৯৪২ সালে এক ম্যাচে ৫টি করে গোল করেছিলেন। এই দুই খেলোয়াড়ই ইকুয়েডরের বিপক্ষে ৫ গোলের দেখা পেয়েছিলেন। যদিও তারা কোপা আমেরিকাতে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। অন্যদিকে লিওনেল মেসি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ছুঁয়েছেন এক ম্যাচে ৫ গোল করার মাইলফলক।