
রিমন মেহেবুব রোহিত, কক্সবাজারঃ অনলাইন প্লাটফর্ম পালং টিভিতে প্রচারিত এক ক্রেতাকে নির্যাতনের ভিডিও র তথ্য উপাত্তের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাস্থ দারোগা বাজারে অভিযান চালিয়ে ক্রেতা নির্যাতন কারী উক্ত উপ ইজারাদার ভুলু ও তার এক সহযোগী পালিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব -১৫ । বর্তমান প্রধানমন্ত্রীর আধুনিক ডিজিটালয়নের যুগে বাংলাদেশের খুবই একটি পরিচিত এলাকা পর্যটন নগরী কক্সবাজার জেলার উখিয়া উপজেলাস্থ উখিয়া থানার নিকটবর্তী ঐতিহ্যবাহী দারোগা বাজারের এমন লোমহর্ষক ঘটনাটি ঘটে ।
গতো ( ২৩ মে ২০২২) কক্সবাজারের একটি অনলাইন প্লাটফর্ম পালং টিভিতে একজন ক্রেতাকে নির্যাতনের একটি ভিডিওটি প্রকাশিত হয়। ভিডিওটিতে লক্ষ্য করলে দেখা যায় মোঃ রফিক নামের এক যুবককে চুরির আখ্যা দিয়ে উখিয়া বাজারের উপ ইজারাদার ভুলু ও তার সঙ্গীয় কয়েকজন বেধড়ক মরধর করতে থাকে। মারতে মারতে নির্যাতিত যুবককে এক পর্যায়ে ড্রেনের ময়লা পানির মধ্যে ফেলে দেয়া হয়। ড্রেনের মধ্যে ফেলে ওখানে ও ঝাটা দিয়ে পেটাতে দেখা যায়। শেষ মেষ ড্রেন থেকে উঠে আসলে রফিককে হামাগুড়ি দিয়ে গরুর মতো পিটিয়ে পিটিয়ে বাজার থেকে বের করে দেয় উখিয়া বাজারের উপ ইজারাদার মহাক্ষমতাবান উসমান গণি ভুলু। ভিডিও দেখে অনেক সচেতন মহল মন্তব্য করেন, এমন বর্বর নির্যাতন স্বয়ং পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনকেও হার মানায়।
শুধু রফিক নয়, এই ভুলু কথায় কথায় বাজারে ক্রেতা-বিক্রেতাদের মারধর সহ নির্যাতন করেন, যা নিত্যদিনের অভ্যাস। তার সাথে তর্কে যাওয়ার বা প্রতিবাদ করার ক্ষমতা কারো নেই, কারন তার রয়েছে নিজস্ব অর্থায়নে পরিচালিত একটি কিশোর গ্রুপ ও লাঠিয়াল বাহিনী। আর এসব বাহিনীর দ্বারা শুধু গতো রমজান মাসেই নির্যাতনের শিকার হয়েছে প্রায় ৫/৬ জন ক্রেতা।
তার এমন অপকর্মের কাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ায় বাজারে ক্রেতা সমাগম কমতে শুরু করেছে, অনেক ব্যবসায়ী এই বাজারে ব্যবসা বন্ধ করে দিয়ে অন্যত্র চলে যেতেও বাধ্য হয়েছে। ঐতিহ্যবাহী বাজারটি হারাতে বসেছে তার নিজস্ব ঐতিহ্য।
এদিকে হামলার বিষয়ে উখিয়া থানায় জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কোন চুরি কিংবা অন্যকোনো ভাবে মামলা অথবা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে জানা যাত।
অপরদিকে এমন মর্মান্তিক নির্যাতনের প্রতিবেদনটি দেখে টনকনড়ে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর অন্যতম বিশেষ বিভাগ, র্যাপিড একশান ব্যাটেলিয়ন র্যাব- ১৫, কক্সবাজার ‘র। পালং টিভির পরিচালক মোহাম্মদ ইয়াকিনের ঐ প্রতিবেদনের সুত্র ধরে উক্ত ঘটনার মূল দুই ব্যাক্তিকে উখিয়া বাজারে অভিজান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব-১৫’র একটি চৌকস দল৷
ঘটনার বিষয়ে পালং টিভির পরিচালক মোহাম্মদ ইয়াকিন বলেন, মুসলিমের হাতে উক্ত হামলার ভিডিওটি আসলে তিনি আমার সাথে আলাপ করেন এবং সকল তথ্য সংগ্রহ করেন। পরে দুজনের সমন্বয়ে প্রতিবেদনটি তৈরি করে প্রকাশ করা হয়। উক্ত প্রতিবেদন দেখে সার্বিক পর্যালোচনা পূর্বক র্যাব-১৫’র হোয়াইক্যং ইউনিটের এস.আই নুর মোহাম্মদ আজ ( ২জুন ২০২২) বৃহস্পতিবার হামলাকারীর প্রধান উপ-ইজারাদার ভুলুসহ দু’জনকে গ্রেফতার করেছে।।