বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে অসাধু উদ্দেশ্যে যৌথ ঘের ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে।
হয়রানি থেকে বাঁচতে বৃহস্পতিবার (০২ মে) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়ন যুবলীগের সভাপতি বদিউজ্জামান মজুমদারসহ ঘের ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করেছেন। এসময়, তেলিগাতী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক বাহার হাওলাদার, ঘের ব্যবসায়ী মোঃ রেজাউল আকন, মোঃ খলিল হাওলাদার, জাহাঙ্গীর হাওলাদার উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বদিউজ্জামান বলেন, তেলিগাতী ইউনিয়নের মিস্ত্রিডাঙ্গা এলাকায়
আমার বাবা, চাচা ও আত্মীয় স্বজনের ২৫ বিঘা জমি ও স্থানীয়দের জমি নিয়ে সর্বমোট ২শ বিঘা জমিতে ৫৪ জন জমির মালিক মিলে আমরা দীর্ঘদিন মৎস্য ঘের করে আসছি। আমাদের মালিকানাধীন জমি ছাড়া অন্যান্য যেসব জমি রয়েছে সেসব জমির জন্য কিছু জমির মালিকদের বাৎসরিক হাড়ির টাকা প্রদান করে থাকি। যেহেতু বড় ঘের করি সেই কারণে পাঁচ বছর আগে তেলিগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদা আক্তারকে প্রতিবছর নিয়মিত ২০ হাজার টাকা প্রদান করে আসছি। কিন্তু এবছর কিছু জমির মালিককে ভুল বুঝিয়ে ঘের করার জন্য তাদেরকে জমির হাড়ির টাকা দেয় চেয়ারম্যান। তার হাড়ির টাকা দেওয়া জমির পরিমান ১০-১২ বিঘার বেশি নয়। অন্য জমির মালিকরা যখন তাকে ঘের করার জন্য জমি দিতে অস্বীকৃতি জানায়, তখন তিনি নানা ধরণের অপচেষ্টা শুরু করেন। তার স্বামী শফিকুল ইসলাম নান্টু লোকজন নিয়ে কয়েক কার্টুন পোনা নিয়ে ঘেরে আসেন। এলাকার লোকজন তাকে বাঁধা দেওয়া এবং পুলিশ আসায় সে চলে যায়।
এছাড়া হাড়ির টাকা দেওয়া জমির মালিকদের বিভিন্ন প্রকার চাপ প্রয়োগ করে আমাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েছেন। আসলে সেসব অভিযোগের কোন ভিত্তি নেই। একজন জনপ্রতিনিধির এমন হীণ কাজের তীব্র নিন্দা জানান এই যুবলীগ নেতা।
এ বিষয়ে তেলিগাতী ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান মোর্শেদা আক্তার সাংবাদিকদের বলেন, বদিউজ্জামান ও বাহার হাওলাদার যাদের জমি দখল করে ঘের করছেন তারা অভিযোগ দিয়েছেন। এখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই। আমি চাই অসহায় কৃষক ও জমির মালিকরা তাদের নায্য পাওনা বুজে পাক।