যশোর জেলা প্রতিনিধি : যশোরের শার্শায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম যোগদান করায় রক্তিম ফুলেল শুভেচছা জানিয়েছেন নাভারণ প্রেস ক্লাবের সাংবাদিকগণ।
বুধবার সকালে সহকারী কমিশনার ভূমি’র কার্যালয়ে উপস্থিত হয়ে ফারজানা ইসলামকে ফুলেল শুভেচছায় অভিনন্দন জ্ঞাপন করেন নাভারণ প্রেস ক্লাবের সাংবাদিকরা।
এসময় উপস্থিত সাংবাদিকদের আগমন ও ফুলেল শুভেচছায় মুগ্ধ হয়ে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম সাংবাদিকদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। দেশ ও সমাজের দর্পন। তাই আপনাদের সহযোগিতা নিয়ে শার্শাবাসীর জন্য ভাল কিছু দিয়ে যেতে চাই।
এসময় নাভারণ প্রেস ক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Drop your comments: