মো. রাসেল ইসলাম, যশোর জেলা প্রতিনিধি: যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে তিনটি প্রাইভেট কার থেকে ১৩৫টি সোনার বারসহ ছয় জনকে আটক করা হয়েছে।
বুধবার বিকালে বিজিবি এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতদের কাছ থেকে ১৩৫টি সোনার বার (প্রায় ১৬ কেজি) যার বর্তমান বাজার মূল্য ১৩ কোটি ৫৮ লাখ ৮০ হাজার টাকা।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুরে চেকপোস্ট বসিয়ে তিনটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসব প্রাইভেটকার থেকে ১৩৫টি সোনার বার উদ্ধার করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার হওয়া সোনার ওজন প্রায় ১৬ কেজি, যার মূল্য আনুমানিক ১৩ কোটি টাকা। এ ঘটনায় তিনটি প্রাইভেটকারে থাকা ছয় জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া সোনা ও আটক ছয় জনের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ঢাকা থেকে সোনার চালান নিয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করে ডলার নিয়ে পুনরায় ঢাকা ফিরে যাবার পরিকল্পনা করে। আটককৃত এই সোনার চোরা চালানটি স্মরণীয় সময়ের সবথেকে বড় চালান।
উল্লেখ্য, এর আগে গত ২০ মে যশোরের চৌগাছা উপজেলার ভারত সীমান্তবর্তী গ্রাম বড় কাবিলপুর থেকে সাড়ে ১৪ কেজি ওজনের সোনার বারসহ একজনকে আটক করে যশোর বিজিবি।