বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে চিংড়ী শিল্পে সরবরাহ ব্যবস্থাসহ সকল কৃষি খাতে শিশু শ্রম কমিয়ে আনা এবং শিশুদের জন্য শিক্ষা ও মানসম্মত জীবন সৃষ্টিতে বাগেরহাট জেলার শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার শিশু বান্ধব পরিবেশ সৃষ্ঠিতে প্রচারনা ও এ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনার লক্ষে শিশু শ্রম নিরসন চিংড়ি খাতে ও কৃষিখাতে শিশুশ্রম বন্ধের দাবিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশের সম্মেলন কক্ষে ইনসিডিন বাংলাদেশ ও উদয়ন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভা উদয়ন বাংলাদেশের সাধারন সম্পাদক সাংবাদিক ইসরাত জাহানের সভাপতিত্বে ও উদয়ন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক শেখ আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাব সভাপতি নীহার রঞ্জন সাহা। উক্ত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসিডিল বাংলাদেশ প্রোগাম কর্মকর্তা রফিকুল আলম। এসময় অন্যন্যদেও মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, বাবুল সরদার, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান, আলী আকবর টুটুল, জাতীয় সংবাদিক সংস্থার বাগেরহাট জেলা শাখার সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সাংবাদিক আকমল উদ্দিন সাখী, ইয়ামিন আলী, আমিরুল হক বাবু, আরিফুল ইসলাম আকুনজী, মোল্লা আব্দুর রব, প্রমুখ।