কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২৪৮ বোতল ফেনসিডিলসহ হাসেন আলী (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক হাসেন আলী ফুলবাড়ী উপজেলার অনন্তপুর(ঠোস) এলাকার মৃত গমির উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমানের নেতৃত্বে এসআই রাহাত আলম, পলাশ চন্দ্র রায়, এএসআই ফারুক হোসেনসহ সঙ্গীয় ফোর্স ফুলবাড়ী থানাধীন অনন্তপুর(মন্ডলটারী) গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাসেন আলীকে ২৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
বৃহস্পতিবার(২৬ মে) দুপুরে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে।
Drop your comments: