মো. রাসেল ইসলাম,যশোর জেলা প্রতিনিধি: ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্টে দুই যুবকের কাছ থেকে ৩৫০ গ্রাম ওজনের ৩টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা ও এনএসআই।
বুধবার সকালে বেনাপোল নোম্যান্সল্যান্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শরীয়তপুর জেলার পালন থানার নুরুজ্জামান খান এর ছেলে মো. ফাহাদ উজ জামান খান (২১) ও একই থানার কাশেম খান এর ছেলে নান্টু খান (২৩)।
কাস্টমস কতৃপক্ষ জানায়, সন্দেহজনকভাবে দুই যুবককে আটক করা হয়। পরে ক্লিনিকে নিয়ে এক্সরে করিয়ে সোনার বার নিশ্চিত হয়ে পায়ুপথ থেকে ৩টি সোনার বার বের করা হয়। আটক দুই যুবকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
Drop your comments: