আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হয়।
গত ২১ মে (শনিবার) হুমায়ুন মোল্ল্যার সাথে স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় হুমায়ুন মোল্ল্যার গ্রুপের দুইজন গুরুতর আহত হয়। হুমায়ুন মোল্ল্যার গ্রুপের আহত শরীফুল মোল্ল্যাকে (২২) প্রথমে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা সোহরাওয়ার্দী নিউরোসাইন্স হাসপাতালে পাঠানো হয়। সোমবার রাত সাড়ে ১১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার যোগিবারট গ্রামের সাঈদ মোল্ল্যার ছেলে। চলতি বছর ডিগ্রি পাস করে তিনি চাকরির চেষ্টা করছিলেন।
শরীফুল মোল্ল্যার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে ইউপি সদস্য গিয়াস উদ্দিন গ্রুপের লোকজনের বাড়িঘর ভাঙচুর করে।দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি ওয়াহিদুজ্জামান সাংবাদিকদের জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।