বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাদকসেবীকে জেল জরিমানা করা হয়। সোমবার ( ১৬ মে) সকালে বাগেরহাটের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান ২০০৯ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় এ আদালত পরিচালনা করেন।
সকাল ৮ টায় উপজেলার দোনা গ্রামে অভিযান চালিয়ে মোঃ নুরুল ইসলাম খানের ছেলে মোঃ আব্দুস সবুর খানকে গাঁজা সেবনরত অবস্থায় পাওয়া যায় এবং তার নিকট হতে ২৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়। এই অপরাধে তাকে ১ হাজার টাকা জরিমানা ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভাইজোড়া গ্রামের মোঃ মতিউর রহমানের ছেলে মোঃ জহিরুল ইসলাম (রনি)কে গাজা সেবনরত অবস্থায় পাওয়া যায় এবং তার নিকট থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ অপরাধে তাকে ১ হাজার টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।
নির্বাহীম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।