নিজেস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইল সদর উপজেলার বাউশা গ্রামের বাসিন্দা সিফাত মিয়া (৪) পিতা মোঃ শাহ আলম এর ছেলে অনেক দিন যাবত হার্টের রক্তনালীতে বিভিন্ন সমস্যায় ভুগছে। তার অপারেশনের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। তার পরিবারের পক্ষে এত টাকা যোগার করা সম্ভব না। অসুস্থ সিফাত মিয়ার চিকিৎসার জন্য যশোরের সামাজিক সংগঠন ‘বাই পরিবার’-এর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং সমাজের বৃত্তবান ব্যক্তি বিভিন্ন আর্থিক সংগঠনের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন।
গত ৪মে (বুধবার) অসুস্থ সিফাতের বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে টাকাগুলো বুঝিয়ে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডার এডমিন মোঃ মিজানুর রহমান, কো এডমিন শহিদুল ইসলাম আকাশ, কো এডমিন সিদরাতুল মুনতাহা, কো এডমিন তাহমিদা ইসলাম,যশোর উদ্যোক্তা ফোরামের গ্রুপ সেলার উদ্যোক্তা ফাতিমা থ্রি-পিস হাউস এর সুফিয়া আক্তার বনানী,মোঃ: বাবুল মিয়া দাইন্যা ইউনিয়ন এর ৩নং ওয়ার্ডের বাসা গ্রামের ইউপি সদস্য মোঃ শাহ আলম, সিফাতের আব্বু, সিফাতের দাদা এবং সিফাতের নানা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ প্রমূখ।
ফাউন্ডার এডমিন মোঃ মিজানুর রহমান বলেন, অসুস্থ সিফাতের বাবা গরীব অসহায় তার একার পক্ষে চিকিৎসার চালিয়ে যাওয়া সম্ভব না। ভবিষ্যতেও আমাদের বাই পরিবার এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি তার সংগঠনের জন্য সকলের কাছে দোয়া চাইলেন এবং বিভিন্ন সংগঠনের নিকট এই অসুস্থ ছেলেটির জন্য সহযোগিতা কামনা করেন।