আব্দুল্লাহ আল শাহীন, ইউএইঃ সংযুক্ত আরব আমিরাতে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সোমবার (২মে) দেশটির প্রতিটি ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত হয়েছে।
নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আরব আমিরাতে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী আবুধাবির শেখ জায়েদ মসজিদে। এবছর ঈদের জামাতে করোনার বিধিনিষেধ অনেকটাই শিথিল ছিল। তবে কোথাও কোথাও স্বেচ্ছাসেবকরা সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে।
এদিকে প্রবাসী বাংলাদেশিরাও বিপুল উৎসাহ নিয়ে ঈদের জামাতে অংশ নিয়ে ঈদ উদযাপনে শামিল হন। করোনা পরবর্তী এবারের ঈদ বেশ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
Drop your comments: