রিমন মেহেবুব রোহিত, উখিয়া প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) উপজেলার ১৯নং বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বালুখালী ১৯নং ক্যাম্পের খোরশেদ আলম (৩৬), মো. আসাদ (১৯), মোমতাজ উল্লাহ (৩২), মোহাম্মদ হারুন (৩৬) ও মোহাম্মদ নুর (২৩)।
কক্সবাজার আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, রাতে ক্যাম্পে ডাকাতির প্রস্তুতি খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
Drop your comments: