যশোর জেলা প্রতিনিধি: যশোরের মনিরামপুর থানা এলাকা থেকে ধর্ষণ মামলার পলাতক আসামী মো. আলাল বিশ্বাস (৫৭) কে গ্রেফতার করেছে র্যাব সদস্যরা।
শুক্রবার দুপুরে যশোর র্যাব-৬ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
এবিষয়ে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ এম নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মনিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামী আলাল নামে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামী কে মনিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Drop your comments: